Wellcome to National Portal
Main Comtent Skiped

Achievement
 

আমাদের অর্জনসমূহ:

১.২০২২-২০২৩ অর্থবছর গণগ্রন্থাগার অধিদপ্তরের রাজস্ব খাত থেকে ১২০০ টি পুস্তক সংগ্রহ করা হয়েছে এবং অন্তর্ভূক্তি রেজিষ্টারে লিপিবদ্ধ করা হয়েছে।

২. বর্তমান গ্রন্থাগার বান্ধব সরকার ০৫ ফেব্রুয়ারিকে জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে ঘোষণা করেছেন। জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৩  উদযাপন করেছি।

৩. বিভিন্ন জাতীয় দিবেসে রচনা, বইপাঠ, চিত্রাংকন এবং আবৃত্তি প্রতিযোগিতাসহ ২২ টি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

৪. মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম থেকে ১৬টি সার্ভিস প্রোফাইল বুক সংগ্রহ করা হয়েছে।

৫. কারাগারের রোজনামচা ও আমাদের ছোট রাসেল সোনা নতুন বই পাঠকক্ষে সংযোচিত হয়েছে।

৬. শিশুদের জন্য ট্রয় ব্রিক্স এর আয়োজন ও তাদের পড়ার ব্যবস্হা করানো হয়েছে।

৭. শিশুদের জন্য কানো কম্পিউটার এর ব্যবস্হা করা হয়েছে

৮. ২০২৩ সালের প্রথম দিকে বিভিন্ন কর্নার এর কাজ করা হয়েছে এবং পাঠক সেবা আরো বেশি পাঠ উপযোগী করা হয়েছে।

৯.শিশুদের আরো বেশি গ্রন্হাগারমুখী করার জন্য নতুনরুপে আধুনিক সুযোগ সম্বলিত একটি সুন্দর মনোমুগ্ধকর শিশু কর্নার তৈরি করা হয়েছে।

১০. এছাড়াও পাঠকদের জন্য অনলাইন গণগ্রন্হাগারসমূহের প্রকল্পের আওতায় কম্পিউটার স্হাপন করা হয়েছে।