ক্রমিক নং |
প্রদেয় সেবা/কাজের নাম |
সেবা পাওয়ার উপায় |
সেবা প্রদানের সময়সীমা |
সেবা প্রদানকারী/ বাস্তবায়নকারী |
১ |
গ্রন্থাগারে আগত সকল শ্রেণির পাঠককে পাঠকক্ষে বসে বই, পত্রিকা ও সাময়িকী পড়ার সুবিধা প্রদান। |
প্রত্যেক কর্মদিবস (শনিবার- বুধবার) সকাল ১০টা - সন্ধ্যা ৬টা পর্যন্ত (সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটির দিন ব্যতীত)। গ্রন্থাগারে সশরীরে উপস্থিত হয়ে সেবা গ্রহণ করতে হবে। |
প্রত্যেক কর্মদিবস (শনিবার- বুধবার) সকাল ১০টা-সন্ধ্যা ৬টা পর্যন্ত (সরকারি ছুটির দিন ব্যতীত)। |
পাঠকক্ষে নিয়োজিত কর্মচারী এবং গ্রন্থাগারে কর্তব্যরত লাইব্রেরিয়ান। |
২ |
রেফারেন্স সেবা ও তথ্য সেবা। |
ঐ |
ঐ |
ঐ |
৩ |
বই ধার (Lending)ব্যবস্থা। |
গণগ্রন্থাগার অধিদপ্তর কর্তৃক প্রণীত নীতিমালার আলোকে সদস্য হওয়া সাপেক্ষে। |
ঐ |
|
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS