উত্তরবঙ্গের প্রবেশদারখ্যাত শাহ সুলতান বলখী মাহী সাওয়ার (র:) বিজিত পুরাকীর্তি ও প্রাচীনত্ত্ব বিজরিত বগুড়া জেলা বাংলাদেশের একটি প্রাচীন এবং উল্লেখ যোগ্য জেলা। গণ মানুষের সংস্কৃতি চর্চা, মেধা-মনন ও জ্ঞানের বিকাশ এবং বুদ্ধিবৃত্তি চর্চার উদ্দেশ্যে গড়ে উঠেছে অনেক সুনামধন্য এবং বাংলাদেশের চারটি প্রাচীনতম গ্রন্থাগারের একটি উডবার্ণ সরকারি গণগ্রন্থগার। বগুড়া শহরের প্রাণ কেন্দ্র পৌর এ্যাডওয়ার্ড পার্ক এর দক্ষিণ পশ্চিম প্রান্তে ঐতিহাসিক এ গণগ্রন্থাগার অবস্থিত। এখানে দৈনিক পত্রিকা ১৪টি, সাপ্তাহিক ০৪টি, পাক্ষিক ০২টি, মাসিক ০৬টি, ত্রৈমাসিক ০৩টি ও ষান্মাষিক ০১ টি রাখা হয়। অত্র গ্রন্থাগারে দৈনিক প্রথম আলো, সাপ্তাহিক রোববার ও সাপ্তাহিক গেজেটিয়ার বাঁধাই করে সংরক্ষণ করা হয়। এ গ্রন্থাগারের দৈনিক পাঠক উপস্থিতি গড়ে ৫০০ থেকে ৬০০ জন। এ গ্রন্থাগারে অনেক পুরাতন ও দু®প্রাপ্য পুস্তকাদি ও প্রাচীন পদ্মপুরাণ, গোবিন্দ কথামৃত এবং হিরণ্যকশিপুর শীর্ষক তিন খন্ড হস্তলিখিত পান্ডুলিপি রয়েছে।
পাঠকদের চাহিদা পূরণের পাশাপাশি নানা ধরণের প্রতিযোগিতা আয়োজন করে আসছি। অনেক পাঠকের মন জয় করেছে এই গ্রন্হাগার। পড়াশোনা করে তারা এখন ভালো সরকারি বেসরকারি চাকরি করে । কোমলমতি শিশুদের জন্য রয়েছে শিশু কর্নার। রয়েছে নানা জাতীয় খেলনা সামগ্রী তারা কৃতজ্ঞতা ও স্বীকার করে
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS