Wellcome to National Portal
Main Comtent Skiped

Recent Activities

১.২০২১-২০২২ অর্থবছর গণগ্রন্থাগার অধিদপ্তরের রাজস্ব খাত থেকে ১১৮৮ টি পুস্তক সংগ্রহ করা হয়েছে এবং অন্তর্ভূক্তি  রেজিষ্টারে লিপিবদ্ধ করা হয়েছে।     

      ২. বর্তমান গ্রন্থাগার বান্ধব সরকার ০৫ ফেব্রুয়ারিকে জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে ঘোষণা করেছেন। ৩য়  বারের মত পালিত হয় জাতীয় গ্রন্থাগার দিবস-২০২০।

     ৩. বিভিন্ন জাতীয় দিবেসে রচনা, বইপাঠ, চিত্রাংকন এবং আবৃত্তি প্রতিযোগিতাসহ ২২ টি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

     ৪. মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম থেকে ১৬টি সার্ভিস প্রোফাইল বুক সংগ্রহ করা হয়েছে।

     ৫. কারাগারের রোজনামচা ও আমাদের ছোট রাসেল সোনা নতুন বই পাঠকক্ষে সংযোচিত হয়েছে।

    ৬. শিশুদের জন্য ট্রয় ব্রিক্স এর আয়োজন  ও তাদের পড়ার ব্যবস্হা করানো হয়েছে।

    ৭. শিশুদের জন্য কানো কম্পিউটার এর ব্যবস্হা করা হয়েছে

    ৮. ২০২১ সালের প্রথম দিকে বিভিন্ন কর্নার এর কাজ করা হয়েছে এবং পাঠক সেবা আরো বেশি পাঠউপযোগি করা হয়েছে।

৯. বঙ্গবন্ধু কর্নার সহ শেখ রাসেল কর্নার তৈরি করা হয়েছে।

১০.২০২১-২০২২ অর্থবছরের গণগ্রন্হাগার অধিদপ্ত হতে প্রেরিত  বইয়ের কাজ শেষ করা হয়েছে।

১১.জাতীয় গ্রন্হাগার দিবস ২০২৩ জাঁকজমক ভাবে উদযাপন করা হয়েছে।